Posts

Showing posts from 2019

একাদশ শ্রেণীর অধ্যায় ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

         বিষয়রুপে ভূগোল 1) Geography শব্দটি সর্ব প্রথম  ব্যবহার করেন---এরাটোসথেনিস 2) "GEOGRAPHY"  শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল ---গ্রীক শব্দ “GEO” অর্থ পৃথিবী এবং ‘GRAPHY’ অর্থ বর্ণনা 3) আঞ্চলিক ভূগোলের স্রষ্টা হলেন----―কার্ল রিটার 4) প্রনালীবদ্ধ  ভূগোলের স্রষ্টা হলেন----―আলেকজান্ডার ভন হাম্বোল্ড 5) প্রথম মানচিত্র অঙ্কন করেন---- এনাক্সমিণ্ডার 6) প্রথম মানচিত্র অঙ্কন করেন স্কেল, অক্ষাংশ ও দ্রাঘিমাংশ দ্বারা ---–--টলেমি 7) পৃথিবীর প্রথম পরিধি নির্নয় করেন----এরাটোসথেনিস 8)টলেমি রচিত পুস্তক------Geographia  9) ভূমিরুপবিদ্যার জনক হলেন-----W.M.Davis 10) মৃত্তিকা বিজ্ঞানের জনক----ডকুচেভ 11) জীবভূগোলের জনক --------Alfredt Russel Wallace 12) ভূগোল আলোচনার কেন্দ্রীয় বিষয় হল ----মানুষ 13) প্রাকৃতিক ভূগোলের শাখাগুলো হল----জ্যোতিবিদ্যা, ভূমিরুপবিদ্যা ,জলবায়ুবিদ্যা,জলবিজ্ঞান,সমুদ্র বিজ্ঞান, মৃত্তিকা ভূগোল, জীব ভূগোল 14) মানবীয়  ভূগোলের শাখাগুলো হল----অর্থনৈতিক ভূগোল, জনসংখ্যা ও জনবসতি ভূগোল,রাজনৈতিক ভূগোল, সমাজিক ভূগোল, পরিমাত্রিক ভূগোল ...

অরণ্য সম্পদ Class-XI

Image
অরণ্যের নাম:- 1 নিরক্ষীয় চিরহরিৎ অরণ্য Equatorial Rain Forest অক্ষাংশগত অবস্থান:- নিরক্ষরেখার উভয় পাশে 5°থেকে 10° অক্ষাংশে দক্ষিণ আমেরিকার আমাজন অববাহিকায় এই অরন্যের নাম সেলভা, এটি পৃথিবীর গভীরতম বনভূমি,একে পৃথিবীর ফুসফুস বলাহয় পরিবেশ:- ১জলবায়ু উষ্ণ ও আর্দ্র এবং বৈচিত্র্যহীন,ঝতুপরিবর্তনহীন ২-গড় উষ্ণতা 27°- 30° ৩-বার্ষিক গড় বৃষ্টিপাত 250সেমি ৪-বছরে 300 দিন বর্ষামুখর প্রধান বৃক্ষ:- রোজ‌উড, আয়রন উড, এবনি, আবলুস, ব্রাজিল নাট, কোকো উদ্ভিদের বৈশিষ্ট্য:- 1-পাতা একসাথে ঝরেনা, চিরসবুজ 2-গাছের নিচ অংশ সেতসেতে 3-ঘনত্ব খুব বেশি, প্রবেশ দুঃসাধ্য 4-দিনেরবেলাতেউ সূর্যালোক মাটিতে পড়েনা তাই চির গোধূলি বলে খ্যাত 5-উদ্ভিদের ত্রিস্তর লক্ষনীয়, চা৺দোয়া দেখাযায় অরণ্যের নাম:- 2নাতিশীতোষ্ণ অরন্য 3প্রকার- অরণ্যের নাম:- A>ভূমধ্যসাগরীয় অরন্য অক্ষাংশগত অবস্থান:- উভয় গোলার্ধে 30°-  45° অক্ষাংশে পরিবেশ:- ১-জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির ২-শীতকাল আদ্র ও গ্রীষ্মেকাল শুষ্ক ৩-বৃষ্টিপাত 50-80 সেমি প্রধান বৃক্ষ:- ওক,কর্ক, জারা, পাইন,ফার, সিডার, লরেল, মাটল টক জাতীয় ফলের গাছ যেম...

মানবীয় ভূগোলের দুটি শাখা

        মানবীয় ভূগোলে মানুষ এবং প্রকৃতির মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচিত হয়। এর গুরুত্বপূর্ণ দুটি শাখা হল_______ ক) অর্থনৈতিক ভূগোল(Economic Geography)                    খ) জনসংখ্যা ও জনবসতি ভূগোল(Population And Settlement Geography) ক) অর্থনৈতিক ভূগোল(Economic Geography):- ভূগোলের এই শাখায় মানুষের অর্থনৈতিক কাজকর্মের বিশ্লেষণ আলোচিত হয়। কার্যক্ষেত্র:- মানুষের বিভিন্ন অর্থনৈতিক কার্যাবলি, খাদ্য সংগ্রহ, পশুপালন, কৃষিকার্য, শিল্প, ব্যবসাবানিজ্য, পরিসেবা, পরিবহন ব্যবস্থা প্রভৃতি আলোচনা করে। ভবিষ্যতের পরিকল্পনা গ্রহণ:- বিঞ্জান ও প্রযুক্তিকে কৃষিতে ব্যবহার, পরিবেশের অবনমন না ঘটিয়ে কৃষিকার্য, শিল্পের উৎপাদন বৃদ্ধি, অন্যান্য ক্ষেত্রে মানুষের কর্মসংস্থানের সুযোগ প্রভৃতি পরিকল্পনা গ্রহণ করা যায় অর্থনৈতিক ভূগোল পাঠের দ্বারা। খ) জনসংখ্যা ও জনবসতি ভূগোল:- ভূগোলের এই শাখায় জনসংখ্যার পরিমাণ, জনবসতির বিকাশ ও বিবর্তন নিয়ে আলোচনা করে। কার্যক্ষেত্র:- জনসংখ্যা সম্বন্ধীয় যেমন----জনসংখ্যার বৃদ্ধি, বন্টন, ঘনত্ব, প্রজনন,জন্মহার, মৃত...

প্রাকৃতিক ভূগোলের দুটি শাখা।

Image
পৃথিবীর প্রাকৃতিক পরিবেশের উপাদান গুলি প্রাকৃতিক ভূগোলের মধ্যে আলোচিত হয়।প্রাকৃতিক ভূগোলের প্রধান দুটি শাখা হল---- A> ভূমিরুপবিদ্যা (Geomorphology)                                     B> জলবায়ুবিদ্যা (Climatology) A> ভূমিরুপবিদ্যা (Geomorphology) :- ভূগোলের যে শাখায় ভূপৃষ্ঠের উপরিভাগের স্থান ও সময়ের নিরিক্ষে ভূপ্রকৃতি ও ভূমিরুপের উদ্ভব ও বিবর্তন আলোচনা করা হয় তা হল ভূমিরুপবিদ্যা। জনক- W.M.Dsvis ভূমিরুপবিদ্যার জনক কার্যক্ষেত্র- নদী, হিমবাহ, বায়ু, সমুদ্রতরঙ্গ,ভৌমজল ইত্যাদি শক্তিগুলি কিভাবে ভূমিরুপের বিবর্তন ঘটিয়েছে এবং ঘটাচ্ছে তানিয়ে কার্যকরে। ভবিষ্যতের পরিকল্পনা গ্রহণ:- ভূমিরুপবিদ্যা পাঠের দ্বারা বন্যা নিমন্ত্রণ, নদীর পাড় ভাঙন,রাস্তাঘাট নির্মাণ, নদী বাঁধ নির্মাণ, ভূমিধস প্রভৃতি মোকাবিলার পরিকল্পনা গ্রহন করা যায়। B> জলবায়ুবিদ্যা (Climatology):- ভূগোলের যে শাখায় আবহাওয়ার উপাদান এবং বায়ুমণ্ডলের ভৌত রাসায়নিক ও পরিবর্তনশীল বিষয় গুলি নিয়ে আলোচনা করে তা হল জলবায়ুবিদ্যা। কার্যক্ষেত্র:- ব...
Image
Hi I am Gobinda আজকে আমরা দেখবো যে প্রজাতন্ত্র দিবস কি আর আমাদের মনে কোন আলোড়ন তৈরি করে? Download file https://drive.google.com/file/d/1BGo5giKDpb9Q5rFJ5544RNqGVqbzLCkr/view?usp=drivesdk