মানবীয় ভূগোলের দুটি শাখা
মানবীয় ভূগোলে মানুষ এবং প্রকৃতির মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচিত হয়। এর গুরুত্বপূর্ণ দুটি শাখা হল_______ ক) অর্থনৈতিক ভূগোল(Economic Geography)
খ) জনসংখ্যা ও জনবসতি ভূগোল(Population And Settlement Geography)
ক) অর্থনৈতিক ভূগোল(Economic Geography):- ভূগোলের এই শাখায় মানুষের অর্থনৈতিক কাজকর্মের বিশ্লেষণ আলোচিত হয়।
কার্যক্ষেত্র:- মানুষের বিভিন্ন অর্থনৈতিক কার্যাবলি, খাদ্য সংগ্রহ, পশুপালন, কৃষিকার্য, শিল্প, ব্যবসাবানিজ্য, পরিসেবা, পরিবহন ব্যবস্থা প্রভৃতি আলোচনা করে।
ভবিষ্যতের পরিকল্পনা গ্রহণ:- বিঞ্জান ও প্রযুক্তিকে কৃষিতে ব্যবহার, পরিবেশের অবনমন না ঘটিয়ে কৃষিকার্য, শিল্পের উৎপাদন বৃদ্ধি, অন্যান্য ক্ষেত্রে মানুষের কর্মসংস্থানের সুযোগ প্রভৃতি পরিকল্পনা গ্রহণ করা যায় অর্থনৈতিক ভূগোল পাঠের দ্বারা।
খ) জনসংখ্যা ও জনবসতি ভূগোল:- ভূগোলের এই শাখায় জনসংখ্যার পরিমাণ, জনবসতির বিকাশ ও বিবর্তন নিয়ে আলোচনা করে।
কার্যক্ষেত্র:- জনসংখ্যা সম্বন্ধীয় যেমন----জনসংখ্যার বৃদ্ধি, বন্টন, ঘনত্ব, প্রজনন,জন্মহার, মৃত্যুহার,শিক্ষাহার এবং জনবসতি সম্বন্ধীয় যেমন---- গ্রাম ও শহর নিয়ে আলোচনা, নগর পরিকল্পনা, শহর গড়েওঠার কারণ, মানুষের কর্মধারয় প্রভৃতি ক্ষেত্রে কার্য করে।
ভবিষ্যতের পরিকল্পনা গ্রহণ:- জনসংখ্যার হ্রাস-বৃদ্ধির সমস্যার সমাধান, উন্নত ও অনুন্নত দেশের বৈসম্য দূর করা, সম্পদ রুপে মানুষের ব্যবহার, কর্মসংস্থান, সরকারি ব্যবস্থাপনা, নগর পরিকল্পনা গ্রহণ করা যায়।
_______________________________________
Comments
Post a Comment